top news wire
top news wire sharing and caring your demand
Tuesday, October 1, 2019
Tuesday, February 20, 2018
Saturday, September 3, 2016
দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসায় সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী কর্মসূচী পালনঃ
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত ৩রা সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কর্মসূচীর অংশ হিসেবে দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদরাসায় সকল শিক্ষক শিক্ষকা ,কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ স্বতঃস্ফূর্তার সাথে র্যালি, মানববন্ধন ও পথসভা পালন করা হয়।পরিশেষে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ এলাকার বিশিষ্টজন ও গনমাধ্যমের প্রতিনিধিদের সাথে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনায় সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপ¯ি’তি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান -ক্রীড়ানুষ্ঠান, স্কাউটিং ও গার্ল গাইড্স কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরীর বিষয়েও আলোকপাত করা হয়।
Saturday, August 6, 2016
ঈশ্বরদীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত
ঈশ্বরদীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, ভাষা শহিদ বিদ্যা নিকেতন, ঈশ্বরদী মহিলা কলেজ ও পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিÿা প্রতিষ্ঠানের শিÿক ও শিÿার্থীরা গতকাল সোমবার সকাল থেকে বিভিন্ন সময়ে মানব বন্ধন ও পথসভা করেন।
বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা কোন দলের নয়। এরা তাদের নিজেদের স্বার্থের জন্য ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করে চলেছে। সমাবেশে বক্তারা বলেন, ধর্মান্ধতা বা ধর্ম সম্পর্কে ভালোভাবে না জানা এবং না বোঝার কারণেই কোমলমতি শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। সন্ত্মানের প্রতি পিতামাতার অমনোযোগিতা এবং তাদের কাজকর্মে খোঁজ-খবর না রাখা এজন্য দায়ী। বক্তারা এসময় পিতামাতাও অভিভাবকদের তাদের সন্ত্মানদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহব্বান জানান। আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সিভিল সোসাইটির সম্মিলিত উদ্যোগে জঙ্গিবাদ নির্মূল করার সমন্বিত কার্যক্রমে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার শিক্ষকরা অনুরোধ জানিয়েছেন।
Monday, February 29, 2016
Subscribe to:
Posts (Atom)