Thursday, February 18, 2016

শাকিব-পরীর 'ধূমকেতু'র ট্রেলার দেখা হয়েছে ১ লাখ বারের বেশি -


শাকিব খান ও পরীমনি অভিনীত 'ধূমকেতু' ছবির ট্রেলার ইউটিউবে প্রকাশের পর মাত্র ছয়দিনেই তা দেখা হয়েছে ১ লাখেরও বেশিবার। গত ৯ জানুয়ারি ট্রেলারটি ইউটিউবে প্রকাশ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ইউটিউবে ট্রেলারটি দেখা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৫১ বার। তবে ট্রেলার প্রকাশ করা হলেও শফিক হাসান পরিচালিত ছবিটির মুক্তির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ত্রিভুজ প্রেমের কাহিনীকে কেন্দ্র করে নির্মিত 'ধূমকেতু'তে অভিনয় করেছেন নবাগতা তানহা তাসনিয়া। এতে আরও অভিনয় করেছেন দিতি, অমিত হাসান, আলীরাজ প্রমুখ।

No comments:

Post a Comment