Saturday, August 6, 2016

ঈশ্বরদীতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত





ঈশ্বরদীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রতিবাদে সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, ভাষা শহিদ বিদ্যা নিকেতন, ঈশ্বরদী মহিলা কলেজ ও পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিÿা প্রতিষ্ঠানের শিÿক ও শিÿার্থীরা গতকাল সোমবার সকাল থেকে বিভিন্ন সময়ে মানব বন্ধন ও পথসভা করেন।
বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসীরা কোন দলের নয়। এরা তাদের নিজেদের স্বার্থের জন্য ধর্মের নাম দিয়ে মানুষ হত্যা করে চলেছে। সমাবেশে বক্তারা বলেন, ধর্মান্ধতা বা ধর্ম সম্পর্কে ভালোভাবে না জানা এবং না বোঝার কারণেই কোমলমতি শিক্ষার্থীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। সন্ত্মানের প্রতি পিতামাতার অমনোযোগিতা এবং তাদের কাজকর্মে খোঁজ-খবর না রাখা এজন্য দায়ী। বক্তারা এসময় পিতামাতাও অভিভাবকদের তাদের সন্ত্মানদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহব্বান জানান। আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্থানীয় সরকার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সিভিল সোসাইটির সম্মিলিত উদ্যোগে জঙ্গিবাদ নির্মূল করার সমন্বিত কার্যক্রমে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার শিক্ষকরা অনুরোধ জানিয়েছেন।

No comments:

Post a Comment